বিনোদন ডেস্ক: আসন্ন ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা বহুল আলোচিত ছবি ‘তাণ্ডব’ ইতোমধ্যে দর্শকমহলে ব্যাপক আগ্রহের জন্ম দিয়েছে। মেগাস্টার শাকিব খান অভিনীত এ ছবির টিজার ও টাইটেল গান প্রকাশের পর থেকেই আলোচনা ও চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘তাণ্ডব’।
তবে সাম্প্রতিক সময়ে ছবিটি নতুন করে বিতর্কের মুখে পড়েছে অভিনেতা আফরান নিশোর অংশগ্রহণের গুঞ্জনকে কেন্দ্র করে। শোনা যাচ্ছে, ছবিতে শাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন তার অন্যতম দুই প্রতিদ্বন্দ্বী আফরান নিশো ও সিয়াম আহমেদ। এমনকি জানা গেছে, গত ২৫ মে পরিচালক রায়হান রাফী নিশোকে নিয়ে একটি দৃশ্যের শুটিংও সম্পন্ন করেছেন।
এই খবরে ক্ষোভে ফেটে পড়েছেন শাকিব খানের একনিষ্ঠ ভক্তরা—যাদের ‘শাকিবিয়ান’ নামে পরিচিত। তাদের দাবি, যিনি পূর্বে শাকিব খান ও তার ব্যক্তিজীবন নিয়ে কটূক্তি করেছেন, তিনি কোনোভাবেই শাকিব খানের সঙ্গে একই সিনেমায় থাকতে পারেন না। অনেক শাকিবিয়ান সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ জানিয়ে ছবিটি বয়কটের হুমকিও দিয়েছেন।
তাদের ভাষ্য, “শাকিব খানের প্রতি সম্মান থেকে আমরা নিশোকে পছন্দ করি না। সেই ব্যক্তিকেই শাকিব খানের ছবিতে দেখা মানে আমাদের অনুভূতিতে আঘাত।” অনেকে আরও একধাপ এগিয়ে ছবিতে নিশোর উপস্থিতিকে একটি ‘সিন্ডিকেট চক্রান্ত’ হিসেবেও আখ্যা দিচ্ছেন। তাদের মতে, এই সিন্ডিকেট ‘বরবাদ’ সিনেমার সাফল্য আটকে দিতে চেয়েছিল এবং এবার ‘তাণ্ডব’ নিয়েও পরিকল্পনা করছে—যাতে শাকিব খান এককভাবে সাফল্যের দাবিদার হতে না পারেন।
শাকিবিয়ানদের এমন অবস্থানের প্রেক্ষিতে ছবির পরিচালক রায়হান রাফী শাকিব ভক্তদের একজন প্রতিনিধির সঙ্গে ফোনে কথা বলেন। সেই কথোপকথনের অডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে রাফী বলেন, “নিশো যদি শাকিব খানের কাছে কিংবা সর্বসমক্ষে ক্ষমা চান, তবেই তার ‘তাণ্ডব’-এ থাকা সম্ভব। শাকিব খান এই ছবির নায়ক, তিনি না চাইলে আমি নিশোকে রাখতে পারি না। আমি এমন নির্মাতা নই।”
শাকিবিয়ানদের শর্ত স্পষ্ট—নিশোকে যদি ছবিতে রাখতে হয়, তাহলে তাকে প্রকাশ্যে শাকিব খানের প্রতি পূর্বের মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ ও ক্ষমা চাইতে হবে।
এখন দেখার বিষয়, নির্মাতা রাফী ও ‘তাণ্ডব’ টিম কী সিদ্ধান্ত নেন এবং শেষ পর্যন্ত ঈদে মুক্তি পাওয়া এই ছবি দর্শকদের কাছে কী বার্তা পৌঁছে দিতে পারে।