প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার): বাংলাদেশের অন্যতম বৃহৎ শ্রমিক সংগঠন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন–এর ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলে।
মঙ্গলবার (২৭ মে) সকালে এ উপলক্ষে শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা বাগানে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে শুরু হয় দিবসের কার্যক্রম। বিভিন্ন চা বাগান থেকে আসা প্রায় পাঁচ হাজার চা শ্রমিক একত্রিত হন এ উৎসবে।
অনুষ্ঠানের শুরুতে চা শ্রমিকদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালীবাড়ি মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি পংকজ এ কন্দ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, অর্থ সম্পাদক পরেশ কালিন্দীসহ আরও অনেকে।
বক্তারা বলেন, “১৯৪৮ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি ৭৭ বছরের দীর্ঘ পথচলায় চা শ্রমিকদের অধিকার আদায়ের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই ইউনিয়নের কারণেই শ্রমিকরা সংগঠিত হয়ে মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে নিজেদের ন্যায্য দাবি তুলে ধরতে পারছে।” দিবসটি শ্রমিকদের মাঝে উৎসাহ-উদ্দীপনা এবং সংগঠনের প্রতি অনুরাগ আরও বাড়িয়ে তুলেছে বলে মনে করেন আয়োজকরা।