বুধবার , ৪ জুন ২০২৫ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. বিজ্ঞান ও প্রযুক্তি
  6. বিনোদন
  7. মৌলভীবাজার
  8. রাজনীতি
  9. লাইফ স্টাইল
  10. সিলেট
  11. সুনামগঞ্জ
  12. হবিগঞ্জ

দীর্ঘ অপেক্ষার অবসান: আইপিএল চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু!

প্রতিবেদক
admin
জুন ৪, ২০২৫ ৬:০৩ পূর্বাহ্ণ

নিউজ ডেস্ক: আহমেদাবাদের উত্তেজনাপূর্ণ ফাইনালে পাঞ্জাব কিংসকে ৬ রানে হারিয়ে ইতিহাস গড়ল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। অবশেষে প্রথমবারের মতো আইপিএল ট্রফি উঠল ভারতীয় ক্রিকেট কিংবদন্তি বিরাট কোহলির হাতে।

এর আগে ২০১১ ও ২০১৬ সালের ফাইনালে হেরে হতাশ হয়েছিল বেঙ্গালুরু। তবে এবার আর হতাশা নয়—জয়ের উল্লাসে ভাসল কোহলিরা।

১৯১ রানের লক্ষ্যে খেলতে নেমে শেষ ওভারে পাঞ্জাবের প্রয়োজন ছিল ২৯ রান। জস হ্যাজেলউডের করা প্রথম দুই বল ডট হওয়ার পর শশাঙ্ক সিং শেষ চার বলে ২২ রান তুললেও দলীয় সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১৮৪, যা থেকে যায় ৬ রান কম। শশাঙ্ক ৩০ বলে ৬১ রানের দুর্দান্ত ইনিংস খেলেও হতাশায় মাঠ ছাড়েন।

IPL 2025: রাজার হাতে আইপিএল ট্রফি, ১৭ বছরের অপেক্ষার ঘটলো অবসান, ভাইরাল  ভিডিও !!

অন্যদিকে, ম্যাচ শেষে আবেগে কেঁদে ফেলেন কোহলি। হাঁটু গেড়ে মাঠে বসে পড়েন তিনি—এই কান্না আনন্দের, প্রতীক্ষার অবসানের।

এর আগে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বেঙ্গালুরুর পক্ষে কোহলি করেন ৩৫ বলে ৪৩ রান। এছাড়া লিয়াম লিভিংস্টোন (১৫ বলে ২৫), জিতেশ শর্মা (১০ বলে ২৪) ও মায়াঙ্ক আগারওয়াল (১৮ বলে ২৪)-এর কার্যকর ইনিংসে দলটি ৯ উইকেটে তোলে ১৯০ রান।

এই জয়ের মধ্য দিয়ে আইপিএলের এক নতুন অধ্যায় লিখল আরসিবি—যেখানে শেষ পর্যন্ত জয়ী হলো স্বপ্ন, সংগ্রাম আর বিরাট এক অধ্যবসায়ের।

সর্বশেষ - খেলাধুলা