শ্রীমঙ্গল থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. আমিনুল ইসলাম সেলিম। রবিবার (২৯ সেপ্টেম্বর) রাতে তিনি শ্রীমঙ্গল থানার ওসি’র দায়িত্বভার গ্রহন করেন।
এর আগে তিনি ২০২২ সালের ১৩ নভেম্বর শ্রীমঙ্গল থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে যোগদান করেন। পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে শ্রীমঙ্গলে যোগদানের পর অনুদঘাটিত হত্যা মামলার রহস্য উদঘাটনে বিশেষ অবদান রাখায় পুলিশের সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী পুলিশ পরিদর্শক হিসেবে শ্রীমঙ্গলের ওসি (তদন্ত) আমিনুল ইসলাম সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্ব অর্জন করেন এবং পুরস্কৃত হন।
এর আগে তিনি মৌলভীবাজার জেলা পর্যায়েও শ্রেষ্ঠত্ব অর্জন করে পুলিশ সুপার কার্যালয় থেকে বিশেষ পুরস্কারে ভূষিত হন।