বৃহস্পতিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চট্টগ্রাম
  6. চাকরি
  7. চায়ের জনপদ
  8. জাতীয়
  9. টেক
  10. ঢাকা
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বরিশাল

কোন প্রক্রিয়ায় দেশে ফিরবেন তারেক রহমান?

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ১৯, ২০২৪ ৯:৩৪ পূর্বাহ্ণ

নিউজ ডেস্ক: তারেক রহমানের সম্মতি পেলে তার সাজা স্থগিত চেয়ে সরকারের কাছে আবেদন করা হবে বলে জানিয়েছেন দলটির আইনজীবী নেতা অ্যাডভোকেট জয়নুল আবেদীন। অবশ্য তার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল জানান, আইনি প্রক্রিয়ায় দেশে ফিরবেন তিনি। কবে নাগাদ ফিরবেন সে সিদ্ধান্তও তিনি নেবেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ ছাড়েন ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর। এরপর তার বিরুদ্ধে একের পর দেয়া হয় মামলা। যাবজ্জীবনসহ চার মামলায় তাকে দেয়া হয় সাজা। এমনকি তারেক রহমানের বক্তব্য প্রচারেও নিষেধাজ্ঞা দেন উচ্চ আদালত।

গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ওইদিনই দেশের সব গণমাধ্যম তারেক রহমানের বক্তব্য প্রচার করে। দলটির সিনিয়র নেতারাও বলেন, খুব শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান। তবে ৪৫ দিন পরও তাকে ফেরানোর আইনি বাধা কাটাতে দৃশ্যমান কোন উদ্যোগ চোখে পড়েনি।

দলটির আইনজীবী ফোরামের সভাপতি জয়নুল আবেদীন বলেন, তারেক রহমানের সম্মতির অপেক্ষায় রয়েছেন তারা। সম্মতি পেলেই ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা প্রয়োগ করে তারেক রহমানের সাজা স্থগিতের আবেদন করা হবে সরকারের কাছে। এ ধারা প্রয়োগ করেই বেগম খালেদা জিয়াকে সাময়িক মুক্তি দিয়েছিলো আওয়ামী লীগ সরকার।

তবে বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘আইনি পথে ছাড়া অন্য কোন পথে ফিরবেন না তারেক রহমান। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল, সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল। যে কারণে ওনার বিরুদ্ধে যেসব মামলার রায় হয়েছে, সেগুলো তিনি আইনগতভাবে মোকাবিলা করবেন। আর যেগুলোর রায় হয়নি, সেগুলোর বিষয়ে আইনগতভাবে আমরা পদক্ষেপ নিচ্ছি।’

এছাড়া, তারেক রহমান কবে ফিরবেন সে সিদ্ধান্তও তিনি নিজে নেবেন বলেও জানান কায়সার কামাল।

আর ফৌজদারি আইন বিশেষজ্ঞ এস এম শাহজাহান বললেন, তারেক রহমানের উচিত দেশে ফিরে মামলা বাতিলের আবেদন করা।

তারেক রহমানের বিরুদ্ধে অর্ধশতাধিক মামলা রয়েছে। ২০০৭ সালের তত্ত্বাবধায়ক সরকার এবং পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এসব মামলা হয়েছে। এর মধ্যে ২১ অগাস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তিনি। এছাড়া আরও ৫টি মামলার বিচার শেষে সাজা ঘোষণা করা হয়েছে। আর কিছু মামলা স্থগিত রয়েছে। তবে কোনো মামলাতেই তিনি সাজা ভোগ করেননি। তাকে পলাতক দেখিয়ে বিচার হয়েছে এসব মামলার।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

বিশ্বনেতাদের সামনে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য ও উদ্যোগ তুলে ধরলেন ড. ইউনূস

লেবানন থেকে ফিরলেন আরও ৮২ বাংলাদেশি

বন্ধুরা আমরা উপরে ফেসবুক পেজ সম্পর্কে আপনাকে একটি ইনফরমেশন দিয়েছি তো এখন আমরা মূলত ফেসবুক পেজ খোলার নিয়ম সম্পর্কে আলোচনা করব ।

সঠিক পদ্ধতিতে ফেসবুক পেজ খোলার নিয়ম ২০২৪

মৌলভীবাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদী মার্চ পালন

কুলাউড়ার কাঁকড়াছড়া পুঞ্জির আদিবাসীদের চলাচলের রাস্তায় চা বাগানের বাধা

শ্রীমঙ্গলে আদিবাসী নারী ও শিশুদের উপর সহিংসতা প্রতিরোধে করনীয় শীর্ষক আলোচনা সভা

উড়ন্ত আর্জেন্টিনাকে হারাল কলম্বিয়া

মৌলভীবাজারে বেড়েছে শীতের তীব্রতা, তাপমাত্রা ১১.৯ ডিগ্রি

শ্রীমঙ্গলে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে ও ইসকন নিষিদ্ধের দাবিতে মিছিল

খুব কাছে গিয়েও সুযোগটা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ