আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা তোমরা যদি ঐচ্ছিক ও অনৈচ্ছিক পেশির তালিকা সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করতে চাও তাহলে আজকের পোস্টটি শুধু তোমাদের জন্য । কারণ আজকের এই পোস্টে আমরা মানবদেহের ঐচ্ছিক ও অনৈচ্ছিক পেশির তালিকা ও ঐচ্ছিক পেশি ও অনৈচ্ছিক পেশির মধ্যে পার্থক্য সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন গুলো পাঠকদের সাথে শেয়ার করার চেষ্টা করব ।
ঐচ্ছিক পেশি ও অনৈচ্ছিক পেশির মধ্যে পার্থক্য
ঐচ্ছিক পেশি ও অনৈচ্ছিক পেশির মধ্যে পার্থক্য সর্ব প্রথম বলতে গেলে, যে সকল পেশি আমরা নিজের ইচ্ছাধিন ভাবে সংকোচন এবং প্রসারণ করতে সক্ষম হই তাদেরকে ঐচ্ছিক পেশি বলা হয় , এবং আমাদের শরীরে অবস্থিত যে সকল পেশীগুলো আমরা নিজেদের ইচ্ছায় সংকোচন এবং প্রসারণ করতে সক্ষম নই সেগুলোকে অনৈচ্ছিক পেশি বলা হয় । তো প্রথমে আমরা ঐচ্ছিক পেশি ও অনৈচ্ছিক পেশির মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করি, এবং পরে আমরা ঐচ্ছিক ও অনৈচ্ছিক পেশির তালিকা নিয়ে বিস্তারিত পড়াশুনা করব।
এই দুই ধরনের পেশির মধ্যে এই সাধারণ পার্থক্য থাকলেও এদের মধ্যে আরও বেশ কিছু সূক্ষ্ম পার্থক্য রয়েছে যেগুলো নিচে এক এক করে তুলে ধরা হলো ।
১. মানবদেহে অবস্থিত পেশিগুলোর মধ্যে যেই সকল পেশী কঙ্কালের ওপরে অবস্থিত এবং যেগুলো আমরা নিজের ইচ্ছামত পরিচালনা করতে সক্ষম সেগুলোকে ঐচ্ছিক পেশি বলা হয় । এবং যে পেশিগুলো কঙ্কালের ভিতরে অবস্থিত এবং আমরা নিজের ইচ্ছাধীন ভাবে পরিচালনা করতে পারি না এই সকল পেসিকে অনৈচ্ছিক পেশির আওতায় ধরা হয় ।
২. আমাদের শরীরে অবস্থিত বিভিন্ন অঙ্গ গুলো আমরা এই ঐচছিক পেশির সাহায্যে চালনা করতে পারি কিন্তু অনৈচ্ছিক পেশির সাহায্যে আমরা আমাদের শরীরের অবস্থিত কোন ধরনের অঙ্গ পরিচালনা করতে পারি না ।
৩. দেহের বাহিরে যেগুলো অবস্থিত যেমন হাত-পা কান নাক চোখ এগুলোকে ঐচ্ছিক পেশি বলা হলেও দেহের ভিতরে অবস্থিত বিশেষ অঙ্গ যেমন অন্য নালি মূত্রথলী মূত্রনালী রক্তনালী হার্টবিট এই সকল অঙ্গকে অনৈচ্ছিক পেশি ধরা হয় । তো বন্ধুরা এই বিষয়টি কিন্তু আমরা ঐচ্ছিক ও অনৈচ্ছিক পেশির তালিকা এর মধ্যেও পড়ব।
৪. ঐচ্ছিক পেশি ও অনৈচ্ছিক পেশির মধ্যে পার্থক্য এর মধ্যে আরো বড় পার্থক্য হচ্ছে যে সকল পেশি আমাদের অনুপ্রস্থ বরাবর রয়েছে এবং যেগুলো আমরা আমাদের নিজের ইচ্ছামতো যেকোনো সময় যেকোনোভাবে স্থানান্তর করতে পারি এগুলোই ঐচ্ছিক পেশি । আর যে পেশীগুলো প্রাণী তার নিজের ইচ্ছায় কোনোভাবেই কোনরকম কাজ করতে পারেনা, ওগুলোই অনৈচ্ছিক পেশি।
৫. পার্থক্য গুলের মধ্যে আরও একটি সুন্দর পার্থক্য হচ্ছে ঐচছিক পেসি গুলো সাধারণত আমাদের যে হার রয়েছে তার সাথে সরাসরি সংযুক্ত রাখা হয়। আর যেগুলো অনৈচ্ছিক পেশি রয়েছে সেগুলো সাধারণত হাড়ের ভিতরে অবস্থান করে যার কারণে আমরা সেগুলো আমাদের নিজের ইচ্ছামত চলাচল করাতে পারি না ।
বর্তমানে সবচেয়ে লাভজনক ব্যবসার আইডিয়া ২০২৪
ঐচ্ছিক ও অনৈচ্ছিক পেশির তালিকা
তো বন্ধুরা আমরা উপরে এতক্ষণ ঐচ্ছিক পেশি ও অনৈচ্ছিক পেশির মধ্যে পার্থক্য গুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এই পার্থক্যগুলো বুঝতে যদি কারো সমস্যা হয় তাহলে অবশ্যই সে বিষয়ে আমাদের অবগত করবেন । আর যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাদের এই মূল্যবান পোস্টটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন ।
ঐচ্ছিক পেশির তালিকা
তো বন্ধুরা ঐচ্ছিক ও অনৈচ্ছিক পেশির তালিকা পড়তে গিয়ে আমরা প্রথমে ঐচ্ছিক পেশীর তালিকা সম্পর্কে চলুন জেনে আসি। মানবদেহে থাকা পেশীগুলোর মধ্যে যে সকল পেশী মানুষ নিজের ইচ্ছাধীন ভাবে নিয়ন্ত্রণ করতে পারে তাদেরকেই সহজ ভাষায় ঐচ্ছিক পেশি বলা হয় । অর্থাৎ এই পেশীগুলো মানুষের স্নায়ুতন্ত্রের সাথে কানেক্টেড থাকে এবং মানুষ এই স্নায়ুতন্ত্রের সাহায্য নিয়ে নিজের ইচ্ছামত যখন যেরকম ধরনের ইচ্ছা হয় তখন সেই ভাবে এই পেশীগুলো নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।
তো বন্ধুরা আপনারা ঐচ্ছিক পেশীর সংজ্ঞা যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই এখন বুঝতে পারবেন যে কোন গুলো এই ঐচ্ছিক পেশি । তবুও আপনাদের ঐচ্ছিক ও অনৈচ্ছিক পেশির তালিকা জানতে হলে এই পেশির তালিকা ভালোমতো জেনে নিতে হবে তাহলে নিচে আমরা এই পেশির তালিকাটি উপস্থাপন করলাম ।
ঐচ্ছিক পেশি বলতে আমরা বুঝি যে সকল পেশিগুলো আমরা নিজে নিজেই নিয়ন্ত্রণ করতে পারি । তাহলে আমরা যে সকল পেশী নিজে নিজে নিয়ন্ত্রণ করতে পারি যে সকল পেশীর তালিকা দিয়ে নিম্নে তুলে ধরা হলো ।
হাত: বন্ধুরা ঐচ্ছিক ও অনৈচ্ছিক পেশির তালিকা এর মধ্যে ঐচ্ছিক পেশির তালিকার প্রথমে কিন্তু আমরা হাত এই অঙ্গটি ধরতে পারি । কারন আপনি আপনার হাত যেকোনো সময় আপনার ইচ্ছা অনুযায়ী এটি নিয়ন্ত্রণ করতে সক্ষম । যদি আপনি এই হাত নিয়ন্ত্রণ করতে সক্ষম না হতেন তাহলে কিন্তু কখনোই এটি ঐচ্ছিক পেশির তালিকার ভেতর পড়তো না ।
ওপরে একটি সংজ্ঞা দিয়ে দিলাম এখন নিচে আমরা ওই ঐচ্ছিক পেশির তালিকাটি সুন্দরভাবে এক এক করে দিয়ে দিলাম ।
- হাত ,পা
- আমাদের চোখ এবং নাকের নিঃশ্বাস প্রশ্বাস
- মুখের ভিতর থাকা জিহ্বা
- হাত পায়ের নখ
উপরের এগুলো ছাড়াও আমরা এক কথায় যে সকল পেশি নিজে নিজে নড়াচড়া করতে সক্ষম নিজের ইচ্ছায় যে সকল পেশি নাড়াচাড়া করি সেগুলোই ঐচ্ছিক পেশির ভিতর পরে । আশা করি আপনারা ঐচ্ছিক ও অনৈচ্ছিক পেশির তালিকা তালিকা এর মধ্যে ঐচ্ছিক পেশির তালিকাটি ভালোমতো বুঝে গেছেন ।
অনৈচ্ছিক পেশির তালিকা
বন্ধুরা আমরা এই পর্যায়ে এসে অনৈচ্ছিক পেশির তালিকা টি বুঝে নেব । তো তোমরা যারা ঐচ্ছিক ও অনৈচ্ছিক পেশির তালিকা এর মধ্যে অনৈচ্ছিক পেশির তালিকা বোঝনা তারা আমার এই লেখাগুলো পড়ো তাহলে খুব সুন্দর ভাবে অনৈচ্ছিক পেশির তালিকা বুঝতে পারবা । আমরা উপরে আলোচনা করেছি যে সকল পেশী নিজের ইচ্ছাধীনভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হই সে সকল পেশি সাধারণত ঐচ্ছিক পেশির তালিকায় পারে ।
তো এখানে যেহেতু অনৈচ্ছিক পেশি সম্পর্কে আলোচনা করা হচ্ছে তাহলে আপনারা বুঝতেই পারছেন যে সকল পেশী আমরা নিজের ইচ্ছাধিন ভাবে আমাদের স্নায়ুতন্ত্রের সাহায্যে নিয়ন্ত্রণ করতে পারি না সেগুলোকে সাধারণত অনৈচ্ছিক পেশি বলা হয় । এক কথায় আমাদের দেহের ভিতর অবস্থিত যে সকল পেশী আমাদের স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের দ্বারা নিয়ন্ত্রিত হয় সেই সকল পেশীকে অনৈচ্ছিক পেশি বলে আখ্যায়িত করা যায় । অর্থাৎ আমরা এই পেশি গুলো নিজের ইচ্ছাধীন ভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হই না ।
যাই হোক নিচে এই অনৈচ্ছিক পেশীর তালিকাটি পাঠকের উদ্দেশ্যে সুন্দরভাবে গুছিয়ে উপস্থাপন করা হলো ।
- আমাদের মসরিন পেশি গুলো বেশিরভাগ অনৈচ্ছিক পেশি হিসেবে পরিচিত ।
- আমাদের শরীরের মধ্যে যে সকল নালী অবস্থিত সবগুলোই অনৈচ্ছিক পেশির তালিকার মধ্যে পড়ে ।
- এই নালীগুলোর মধ্যে আমাদের কন্ঠনালী আমাদের মুত্রনালী আমাদের অন্যনালি এই ধরনের যতগুলো নালি রয়েছে সবগুলোই অনৈচ্ছিক পেশি।
- শরীরে অবস্থিত নালি গুলোর মধ্যে আরো রয়েছে মূত্রথলী রক্তনালি এ ধরনের নালীগুলো।
- অনৈচ্ছিক পেশির মধ্যে আমাদের হৃদপিণ্ড এছাড়াও এই ধরনের যাবতীয় যে সকল অঙ্গ রয়েছে সবগুলোই অনৈচ্ছিক পেশি।
অনৈচ্ছিক পেশিগুলো সাধারণত আমাদের ইচ্ছা ছাড়াই যেকোনো ভাবে সংকুচিত এবং প্রসারিত হতে পারে । আমরা যদি অজ্ঞান অবস্থায় থাকি তবুও এই অনৈচ্ছিক পেশি গুলো তাদের নিজেদের কাজগুলো চালিয়ে নেয় । এছাড়াও যেমন আমাদের হার্টবিট কিন্তু আমাদের ইচ্ছা ছাড়াই চালিত হচ্ছে প্রতিনিয়ত তার নিজের ইচ্ছামত । আর হ্যাঁ অনৈচ্ছিক পেশি গুলো কখনোই ক্লান্ত বোধ করে না তারা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমানভাবে তাদের কাজকর্মগুলো চালিয়ে যায় ।
আমরা ইচ্ছা করলে কিন্তু আমাদের হার্টবিট এর কম্পন বাড়াতে কিংবা কমাতে পারবো না ।এছাড়াও আমরা ইচ্ছা করলেই খাদ্য জোর করে হজম করতে পারব না । তো এই বিষয়গুলোই কিন্তু অনৈচ্ছিক পেশি দ্বারা নিয়ন্ত্রিত হয় । তো বন্ধুরা আমি আশা রাখতে পারি আপনারা ঐচ্ছিক ও অনৈচ্ছিক পেশির তালিকা গুলো খুব ভালোভাবে আয়ত্তে নিয়ে আসতে পেরেছেন । এছাড়াও এই রিলেটেড যদি কোন প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন ।
পরিশেষেঃ
উপরে আমরা মানবদেহের ঐচ্ছিক ও অনৈচ্ছিক পেশির তালিকা এবং ঐচ্ছিক পেশি ও অনৈচ্ছিক পেশির মধ্যে পার্থক্য খুব ভালোভাবে পরে এলাম। তো এই পার্থক্যগুলো বা এই ঐচ্ছিক ও অনৈচ্ছিক পেশির তালিকা যদি কোন পাঠকের বুঝতে সমস্যা হয় বা কোন পাঠক যদি না বুঝে থাকে তাহলে সেই পাঠক অবশ্যই আমাদেরকে সেই বিষয়ে জিজ্ঞেস করতে পারবে । আমরা অবশ্যই আমাদের পাঠকদের সমস্যা সমাধানে একান্তভাবে দায়ী।
ডিজিটাল মার্কেটিং এর প্রধান স্তম্ভ কয়টি ও কেন করবেন
একটা কথা মনে রাখবেন যে সকল পেশী আমরা নিজে নিজেই সংকোচন প্রসারণ বা উঠানামা করতে পারি সেগুলো ঐচ্ছিক পেশি এবং যে ধরনের পেশিগুলো আমরা নিজের ইচ্ছা মত পরিচালনা বা সংকোচন এবং প্রসারণ করতে পারি না সেগুলোই অনৈচ্ছিক পেশি । এই কথাটা একবার মাথায় ঢুকিয়ে নিলেই আমরা যেকোনো সময় যে কোন পরিস্থিতিতে ঐচ্ছিক পেশি ও অনৈচ্ছিক পেশির মধ্যে পার্থক্য এবং ঐচ্ছিক ও অনৈচ্ছিক পেশির তালিকা যে কাউকে বলতে সক্ষম হবো। এবং আমাদের পরীক্ষায় যদি এই সম্পর্কিত কোন প্রশ্ন আসে তাহলে সেখানেও আমরা যেকোনো সময় উত্তর করতে পারব।