বুধবার , ২০ নভেম্বর ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চট্টগ্রাম
  6. চাকরি
  7. চায়ের জনপদ
  8. জাতীয়
  9. টেক
  10. ঢাকা
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বরিশাল

শ্রীমঙ্গলে দুই দিনব্যাপী তথ্য মেলা উদ্বোধন

প্রতিবেদক
admin
নভেম্বর ২০, ২০২৪ ৩:০৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুই দিনব্যাপী তথ্য মেলা শুরু হয়েছে। বুধবার (২০ নভেম্বর) সকালে দুই দিনব্যাপী মেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকতা মো. আবু তালেব। উদ্বোধনের পর মেলার মাঠ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ মাঠে এসে অনুষ্ঠানে মিলিত হয়।
শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটির (সনাক) টিআইবি শ্রীমঙ্গলের যৌথ আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, তথ্য মেলা উদযাপন কমিটির আহ্বায়ক সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব এর সভাপতিত্বে ও সনাক সদস্য কাজী আসমার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস, শ্রীমঙ্গল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ও টিআইবি’র সিভিক এনগেজমেন্ট বিভাগের পরিচালক ফারহানা ফেরদৌস। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শ্রীমঙ্গল সনাকের সহ-সভাপতি গীতা গোস্বামী। মেলায় স্বাস্থ্য বিষয়ক গণশুনানিতে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ হোসেন চৌধুরী। মেলায় সরকারি সেবা প্রদানকারী প্রায় ৩৪টি প্রতিষ্ঠান স্টল দিয়ে তাদের স্ব স্ব কার্যালয়ের কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরেছে। পাশাপাশি দর্শনার্থীদের তথ্য প্রাপ্তিতে সহায়তা করা হয়।মেলায় কুইজ, বিতর্ক, চিত্রাঙ্কনসহ বিভিন্ন প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। উপজেলা সনাক সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্য্য ও
টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মো: আবু বকর বলেন, তথ্য অধিকার আইন সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সেবা সম্পর্কে সাধারণ জনগণকে অবহিত করার লক্ষ্যেই এই মেলার আয়োজন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত তথ্য মেলা চলবে বলেও তিনি জানান।

সর্বশেষ - রাজনীতি