খেলা ডেস্ক: ক্লাব ফুটবলে লিওনেল মেসি সাফল্যের চূড়া দেখেছেন অনেক আগেই। তবে জাতীয় দলের হয়ে সাফল্য দেখতে তাকে অপেক্ষা করতে হয়েছে ২০২১ সাল পর্যন্ত। সেবার ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা জেতে আর্জেন্টিনা। এর পরের বছর পরম আরাধ্য বিশ্বকাপও নিজেদের ঘরে তোলে মেসির আর্জেন্টিনা। সাফল্যের পতাকা সেখানেই ওড়া বন্ধ হয়নি! পরের কোপা আমেরিকাও জিতে নেয় আর্জেন্টিনা।
লিওনেল মেসিদের পরের বড় টুর্নামেন্ট ২০২৬ সালের বিশ্বকাপ। সেই টুর্নামেন্টে মেসি খেলবেন কি না সেটি ফুটবলপ্রেমীদের একটি বড় প্রশ্ন। তবে এখনো সেটি নিয়ে স্পষ্ট কিছু বলেননি আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। যদিও মেসির বর্তমান ফর্ম বলছে, চাইলে সেই টুর্নামেন্টে ভালোভাবেই খেলতে পারবেন এলএমটেন।
চলতি মৌসুমের বড় একটি সময় চোটে থাকলেও বাকি সময়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন মেসি। দেশের হয়ে সবশেষ ম্যাচে বলিভিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেন বার্সেলোনার সাবেক এই তারকা। তাতে তার দল পায় ৬-০ গোলের বড় জয়। মেজর লিগ সকারে নিজের ক্লাব ইন্টার মায়ামির হযেও মৌসুমজুড়ে তার পারফরম্যান্স দুর্দান্ত।
তবে ২০২৬ বিশ্বকাপে খেলা নিয়ে অত ভাবছেন না মেসি। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার ‘আমেরিকা লেজেন্ড’ অ্যাওয়ার্ড আয়োজনে গিয়ে মেসি বলেন, ‘আপাতত বলা যায়, সময়ই সব বলে দেবে। সময়ের আগে যেতে পছন্দ করি না আমি বা বেশি দূরে তাকাতে চাই-ও না। এখন প্রতিটি দিন উপভোগ করতে চাই। নিজে যাতে ভালো অনুভব করি, সেটাই চাওয়া আমার। আনন্দের সঙ্গে যেন এই পর্যায়ে খেলে যেতে পারি।’
আর্জেন্টাইন অধিনায়ক আরও বলেন, ‘যে কাজটি করতে সবচেয়ে ভালোবাসি (ফুটবল খেলা) সেটি করতে পারলেই খুশি থাকি। ২০২৬ বিশ্বকাপে খেলার চেয়েও এটা আমার কাছে বেশি মূল্যবান। বিশ্বকাপ খেলা নিয়ে কোনো লক্ষ্য ঠিক করিনি। বরং প্রতিটি দিনে ভালো থাকতে চাই।’
পেশাদার ফুটবল ক্যারিয়ারে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা, ফরাসি ক্লাব পিএসজি ও মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে খেলেছেন মেসি। দেশ ও ক্লাব মিলিয়ে এখনো পর্যন্ত ৪৬টি ট্রফি জিতেছেন এই ফুটবল জাদুকর। সবশেষ ইন্টার মায়ামির হয়ে সাপোর্টার্স শিল্ড জেতেন তিনি।