বৃহস্পতিবার , ১৯ ডিসেম্বর ২০২৪ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চট্টগ্রাম
  6. চাকরি
  7. চায়ের জনপদ
  8. জাতীয়
  9. টেক
  10. ঢাকা
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বরিশাল

শ্রীমঙ্গলে মজুমদার নার্সিং হোমে চিকিৎসায় অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

প্রতিবেদক
admin
ডিসেম্বর ১৯, ২০২৪ ৮:১১ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মজুমদার নার্সিং হোমে চিকিৎসা অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। প্রেগন্যান্সির মাসে সিজারিয়ান অপারেশনের জন্য এই ক্লিনিকে ভর্তি হয়েছিলেন এক প্রসূতি। চিকিৎসায় গাফিলতির কারণে তার সন্তান শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যুবরণ করে বলে জানা যায়।

জানা যায় গত ২৬ নভেম্বর, উপজেলার সদর ইউনিয়নের উত্তর ভাড়াউড়া মো. আলী ফরহাদের স্ত্রী জুলেখা আক্তার লিজা (২৮)গর্ভাবস্থায় ডা. নিশীত নন্দী মজুমদারের কাছে সিজার অপারেশনের বিষয়ে পরামর্শ নিতে যান। স্বাস্থ্য ওজন বেশি হওয়ায় সিজার করাতে সক্ষম কিনা, তা জানতে চাইলে ডাক্তার প্রয়োজনীয় টেস্ট আলট্রাসোনোগ্রামের পর ১২ ডিসেম্বর সিজারের তারিখ নির্ধারণ করেন।

১১ ডিসেম্বর সন্ধ্যায় চূড়ান্ত চেকআপের পর, ১২ তারিখ সকালে প্রসূতিকে ক্লিনিকে ভর্তি করা হয়। অপারেশনের প্রস্তুতির সময় প্রস্রাবের নল বসানোর জন্য সুইপার পাঠানো হয়। অভিযোগ রয়েছে, সুইপারের মাধ্যমে এমন গুরুত্বপূর্ণ কাজ করানো চিকিৎসা অবহেলার নজির। এরপর নার্স শিল্পী এন্টিবায়োটিক ইনজেকশন দেওয়ার পর প্রসূতির শরীরে অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখা দেয়।

প্রসূতির অভিযোগ, সিজারিয়ান অপারেশনের সময় নবজাতককে বের করতে ডাক্তার নার্সরা অতিরিক্ত ফান্ডাল প্রেসার প্রয়োগ করেন এবং পেটের মধ্যে হাত ঢুকিয়ে নবজাতককে বের করেন। অভিযোগ, চিকিৎসক দল যথাযথ নিয়ম না মেনে অপারেশন করেন। অপারেশনের পর দেখা যায় নবজাতক কোনো সাড়া দিচ্ছে না। তাকে মৌলভীবাজার সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার শিশুকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর কারণ হিসেবে জানা যায়, নবজাতক শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে।

মজুমদার নার্সিং হোমের চিকিৎসক নার্সদের অদক্ষতা এবং দায়িত্বহীন আচরণ প্রসূতির পরিবারের ক্ষোভের প্রধান কারণ। প্রসূতির স্বামী ডাক্তারের কাছে ব্যাখ্যা চাইলে তিনি পরিস্থিতি এড়িয়ে যান এবং রোগীর স্থূলতাকে দোষারোপ করেন।

নবজাতকের মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ উদ্বেগের সৃষ্টি হয়েছে। সুইপার দিয়ে প্রস্রাবের নল বসানো, অপারেশনে ত্রুটি এবং পরবর্তী ব্যবস্থাপনায় গাফিলতির কারণে মজুমদার নার্সিং হোমের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি উঠেছে।

স্থানীয়রা মনে করছেন এই দুঃখজনক ঘটনা আরও হতে পারে তাই মৌলভীবাজার জেলার স্বাস্থ্য বিভাগ প্রশাসনের উচিত বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা। স্বাস্থ্যসেবায় গাফিলতি চিকিৎসকদের অদক্ষতার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। ধরনের ঘটনা প্রতিরোধে বেসরকারি ক্লিনিকগুলোতে নিয়মিত তদারকি কঠোর আইন প্রয়োগের দাবি জানাচ্ছে ভুক্তভোগী পরিবার।

সর্বশেষ - রাজনীতি