শনিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চট্টগ্রাম
  6. চাকরি
  7. চায়ের জনপদ
  8. জাতীয়
  9. টেক
  10. ঢাকা
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বরিশাল

বিয়ের পরদিন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বর

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ১৪, ২০২৪ ১০:৫৮ পূর্বাহ্ণ
বিয়ের পরদিন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বর

প্রতিনিধি, নওগাঁ:
নওগাঁ জেলার আত্রাই উপজেলায় বিয়ের পর দিন আত্মীয় স্বজন ও অতিথিতের নিমন্ত্রণ দিয়েছিলেন বউভাতে উপস্থিত থাকার জন্য। নিমন্ত্রণ রক্ষা করতে এসেছিলেন সবাই। এই অতিথিদেও বাড়িতে রেখে দই আনতে বাজাওে গিয়েছিলেন বর সাজেদুর রহমানের (২৫)। কিন্তু তিনি বাড়ি ফেরার আগেই তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। শনিবার বেলা ১২টার দিকে আত্রাই-বান্ধাইখাড়া সড়কের সুটকিগাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। বউ ভাতের দিন বরের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো গ্রামে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায় শনিবার সাজেদুরের বাড়িতে বউভাতের আয়োজন করা হয়। সাজেদুর বাড়ি থেকে মোটরসাইকেলে তাঁর ভগ্নিপতিকে সঙ্গে নিয়ে উপজেলার ভবানীপুর বাজার থেকে দই কিনে বাড়ি ফিরছিলেন। ফেরার সময় উপজেলার শুঁটকিগাছা এলাকা মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পরে গিয়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা সাজেদুরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে আত্রাই থানার পরিদর্শক (তদন্ত) মো. লুৎফর রহমান চায়ের জনপদকে বলেন, ঘটনাটি আমরা শুনেছি। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করছি।

সর্বশেষ - রাজনীতি