শুক্রবার , ৩০ আগস্ট ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চট্টগ্রাম
  6. চাকরি
  7. চায়ের জনপদ
  8. জাতীয়
  9. টেক
  10. ঢাকা
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বরিশাল

কমলগঞ্জে বানভাসি চা শ্রমিকদের জরুরি ত্রাণ সহায়তা দিয়েছে ব্রেকিং দ্য সাইলেন্স

প্রতিবেদক
admin
আগস্ট ৩০, ২০২৪ ১২:২৭ অপরাহ্ণ

প্রেসবিজ্ঞপ্তি
কমলগঞ্জ উপজেলার বানভাসি চা শ্রমিকদের জরুরি ত্রাণ সহায়তা দিয়েছে ব্রেকিং দ্য সাইলেন্স

শ্রীমঙ্গল, ২৯ আগস্ট ২০২৪: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চাম্পারায় চা বাগানের বন্যায় ক্ষতিগ্রস্ত কলাবন, ইছামতি, গাঙ্গের পাড় এলাকা, কুরমা চা বাগানের রূপনগর, গাঙ্গের পাড়, শান্তিনগর এবং কুরুঞ্জি এলাকা, এবং মাধবপুর চা বাগানের নদীর পাড় এলাকার বন্যার্তদের মাঝে ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে। ত্রাণ বিতরণ কার্যক্রমটি মাধবপুর চা বাগানের ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে শুরু হয়ে কুরমা চা বাগানের কুরুঞ্জি এলাকায় শেষ হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মুন ধলাই ভ্যালির সম্পাদক নির্ল দাশ পাইনকা, কুরমা চা বাগানের বাগান পঞ্চায়েত সভাপতি নারদ পাশী, এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য চার্লস সুঙ ও মহিলা সদস্য অহিল্যা নুনিয়া। স্থানীয় বাগান পঞ্চায়েত সদস্যরাও এই কার্যক্রমে অংশগ্রহণ করেন। কমলগঞ্জ উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে এই ত্রাণ কার্যক্রম পরিচালিত হয়। এই কার্যক্রমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ট্যাগ অফিসার হিসেবে যুক্ত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা।


ব্রেকিং দ্য সাইলেন্স, শ্রীমঙ্গল প্রকল্প অফিসের কো-অর্ডিনেটর এবং অফিস ইনচার্জ পারভেজ কৈরী এর সঞ্চালনা ও পরিচালনায় এই ত্রাণ কার্যক্রমে আরো যুক্ত ছিলেন ব্রেকিং দ্য সাইলেন্সের সম্মানিত স্বেচ্ছাসেবকবৃন্দ এবং কর্মীবৃন্দ। উল্লেখ্য, বিটিএস এই ত্রাণ বিতরণের আগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোতে ভিজিট করে এবং তালিকা সংগ্রহের কাজ সম্পন্ন করে। সর্বমোট একশত ক্ষতিগ্রস্ত পরিবারকে এই ত্রাণ বিতরণ করা হয়।

সর্বশেষ - রাজনীতি