নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলা পুলিশের আয়োজনে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে গবাদিপশুর হাটের ইজারাদার ও পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের সঙ্গে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার আক্তার হোসেন বিপিএম-সেবা। রবিবার (২জুন) দুপুরে জেলা পুলিশ লাইন্স চত্ত্বরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় গবাদিপশুর হাটের আইনশৃংখলা বজায় রাখা ও পশুর হাট গুলোর নিরাপত্তা রক্ষায় জেলা পুলিশ তাদের দায়িত্ব যথাযথ পালন করার আশ্বাস প্রদান করেন পুলিশ সুপার। হবিগঞ্জ জেলায় যে সব কোরবানির পশুর হাট বসবে এ সকল হাটে আইনশৃংখলা রক্ষার জন্য কাজ করবে জেলা পুলিশ।
প্রতিটি কোরবানির পশুর হাটের নিরাপত্তায় থানার নিয়মিত মোবাইল টিমের পাশাপাশি থাকবে অস্থায়ী পুলিশ ক্যাম্প, অস্থায়ী পুলিশ কন্ট্রোলরুম, জালনোট শনাক্তকরণ বুথ, সাদা পোশাকে পুলিশি ব্যবস্থা। এ সময় যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা সম্পর্কে পুলিশকে অবগত করার আহবান জানান জেলা পুলিশ সুপার আক্তার হোসেন বিপিএম-সেবা।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে, সহকারি পুলিশ সুপার (বাহুবল সার্কেল) আবুল খয়ের, সহকারি পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) নির্মলেন্দু চক্রবর্তীসহ সকল থানার অফিসার ইনচার্জগণ, গবাদিপশুর হাটের ইজারাদার ও পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ।