স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের পর কোপা আমেরিকা জয়; উড়ছিল লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়েও দারুণ ছন্দে ছিল দলটি। মঙ্গলবার রাতে তাদের ঘরের মাঠে পেয়ে ২-১ গোলে হারিয়েছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের আরেক জায়ান্ট কলম্বিয়া।
বিশ্বের যে প্রান্তেই আর্জেন্টিনার ম্যাচ হয় গ্যালারি ছেয়ে থাকে আকাশি-সাদায়। কলম্বিয়ার স্টাডিও মেট্রোপলিটানোয় ভিন্ন অভিজ্ঞতা হলো লওতারো মার্টিনেজদের। হলুদে ছেয়ে ছিল স্টেডিয়াম। আর্জেন্টিনার পায়ে বল গেলে দুয়ো আর কলম্বিয়া আক্রমণে উঠলে ছিল গলা ফাঁটানো উচ্ছ্বাস।
ঘরের মাঠে দর্শকদের সমর্থন দারুণভাবে কাজে লাগিয়েছে কলম্বিয়া। ম্যাচের ২৫ মিনিটে লিড নেয় দলটি। জেরসন মসকুয়েরো দলকে লিড এনে দেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরে লিওনেল মেসি-আনহেল ডি মারিয়াবিহীন আর্জেন্টিনা। নিকো গঞ্জালেস ৪৮ মিনিটে গোল করেন।
কিন্তু পরেই পেনাল্টি থেকে গোল করে দলকে শুধু লিড নয় শেষ পর্যন্ত জয় এনে দেন হামেস রদ্রিগেজ। ৬০ মিনিটে গোলটি করেন তিনি। ম্যাচে অধিকাংশ সময় পিছিয়ে থাকায় আক্রমণ করে খেলতে চেয়েছে আর্জেন্টিনা। কলম্বিয়ার ৯ আক্রমণের বিপরীতে তারা ১৩টি শটও নিয়েছে। কিন্তু গোলের লক্ষ্যে ছিল কেবল একটি শট। বলের দখলের কোপা আমেরিকার ফাইনালে হারা কলম্বিয়া পিছিয়ে ছিল না।
এ নিয়ে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে ৮ ম্যাচ খেলে দুটিতে হারল আর্জেন্টিনা। টেবিলে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে স্কালোনির দল। কলম্বিয়া বিশ্বকাপ বাছাইয়ে এখন পর্যন্ত অপরাজিত। তারা ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে। আট ম্যাচের চারটিতে ড্র করেছে তারা। তিনে আছে উরুগুয়ে।