স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৃথক জায়গা থেকে দুইটি লাশ উদ্বার করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার কালিঘাট চা বাগান থেকে আবুল খায়ের (৩০) নামে একজনের লাশ উদ্বার করে পুলিশ। আবুল খায়ের উপজেলার মুসলিমবাগ এলাকার আনসার আলীর ছেলে। সে পেশায় টমটম চালক। এদিকে সকালে উপজেলার ডলুছড়া এলাকা থেকে এক নারীর লাশ উদ্বার করা হয়। নারীর পরিচয় পাওয়া যায় নি। ধারনা করা করা হচ্ছে ৩৫ বছর বয়স হবে নারীর।