স্টাফ রিপোর্টার: আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল করেছে শ্রীমঙ্গল সরকারি কলেজ সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার (২৭ নভেম্বর) বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা আইনজীবী সাইফুল হত্যায় জড়িতদের শনাক্ত করে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনার জোর দাবী এবং ইসকন নিষিদ্ধের দাবী জানান।
সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাওলানা মোঃ মুজাহিদুল ইসলাম, স্টুডেন্টস অ্যালায়েন্স এর উপদেষ্টা ফারহানা নাজনীন মিশি, এক্সিকিউটিভ মেম্বার ইসরাত জাহান ইপা, মোঃ ইমরান আহমেদ, শেখ আহমদ নাঈম সাকিব, মকবুল হোসেন, মুক্তাদির হোসেন, দেলোয়ার হোসেনসহ অন্যরা।
উল্লেখ্য, মঙ্গলবার ২৬ নভেম্বর বিকেলে চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন।