বুধবার , ৪ ডিসেম্বর ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চট্টগ্রাম
  6. চাকরি
  7. চায়ের জনপদ
  8. জাতীয়
  9. টেক
  10. ঢাকা
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বরিশাল

শ্রীমঙ্গলে থানা পুলিশের অভিযানে ইয়াবা সহ আটক ২ জন

প্রতিবেদক
admin
ডিসেম্বর ৪, ২০২৪ ৫:৪০ পূর্বাহ্ণ

আমিনুর রশীদ চৌধুরী রুমন , শ্রীমঙ্গল: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে থানা পুলিশের অভিযানে গতকাল ০৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিঃ। রাতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো আমিনুল ইসলাম এর নির্দেশনায় অভিযান পরিচালনা করেন, এস.আই সজীব চৌধুরী ও সঙ্গীয় ফোর্সের মাধ্যামে, ৬নং আশিদ্রোন ইউনিয়নের দক্ষিণ মুসলিমবাগ গাংপাড়ের সংলগ্নে, জহির আলী সুপার মার্কেট ইউনিক ফার্মেসী দোকানের সামনে ২৮ পিস ইয়াবা সহ দুই মাদক কারবারীকে আটক করা হয়। জানাগেছে উক্ত মাদক কারবারিরা হলেন, শ্রীমঙ্গল সদর ইউনিয়নের দক্ষিণ ভাড়াউড়া এলাকার বাসিন্দা, তপন দাশের ছেলে সুমন দাশ ও একই এলাকার বাসিন্দা, সমিরন দাসের ছেলে, রাজু দাস। আসামীদ্বয়ের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে, চালান মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো আমিনুল ইসলাম, তিনি আরো বলেন, শ্রীমঙ্গল থানা এলাকাকে মাদকমুক্ত করার লক্ষ্যে মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - রাজনীতি