বিশেষ প্রতিবেদক: আওয়ামীলীগের সাবেক কৃষি মন্ত্রী ও সাত বারের সাবেক সংসদ সদস্য আব্দুস শহীদ এর বিরুদ্ধে বন বিভাগের জমি দখল করে চা বাগান করার অভিযোগের তথ্য-প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
শুধু বন দখলই নয়। ওই চা বাগানে আব্দুস শহীদ সরকারি খরচে সড়কবাতি ও গভীর নলকূপ বসিয়েছেন বলেও জানা গেছে।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আখতারুল ইসলাম আজ রোববার এ তথ্য নিশ্চিত করেছেন। বিভিন্ন গণমাধ্যমে এ সংবাদও প্রকাশ করেছে।
আখতারুল ইসলাম জানান, দুদকের একটি প্রাথমিক তদন্তে এসব তথ্য উঠে এসেছে। তদন্তে আব্দুস শহীদ এর স্ত্রী ও সন্তানদের নামে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাড়ি-ফ্ল্যাটের পাশাপাশি কোটি কোটি টাকার সম্পদের তথ্য উঠে এসেছে। কানাডার ‘বেগমপাড়ায়’ তার স্ত্রীর একটি বাড়ি কেনার এবং দেশে-বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের প্রমাণ পাওয়া গেছে দুদকের তদন্তে। আব্দুস শহীদের বিষয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরুর সিদ্ধান্ত নিয়েছে দুদক।
আব্দুস শহীদ মৌলভীবাজার ৪ আসন (শ্রীমঙ্গল কমলগঞ্জ) থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে টানা ৭ বার সংসদ সদস্য হয়েছিলেন। তিনি বিরোধী দলীয়, চীপ হুইপ, সরকার দলীয় চীপ হুইপ ও সর্বশেষ কৃষি মন্ত্রী ছিলেন।