রবিবার , ৮ সেপ্টেম্বর ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চট্টগ্রাম
  6. চাকরি
  7. চায়ের জনপদ
  8. জাতীয়
  9. টেক
  10. ঢাকা
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বরিশাল

বন দখল করে চা বাগান আব্দুস শহীদের, তথ্য-প্রমান পেয়েছে দুদক

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ৮, ২০২৪ ১২:১৭ অপরাহ্ণ

বিশেষ প্রতিবেদক: আওয়ামীলীগের সাবেক কৃষি মন্ত্রী ও সাত বারের সাবেক সংসদ সদস্য আব্দুস শহীদ এর বিরুদ্ধে বন বিভাগের জমি দখল করে চা বাগান করার অভিযোগের তথ্য-প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

শুধু বন দখলই নয়। ওই চা বাগানে আব্দুস শহীদ সরকারি খরচে সড়কবাতি ও গভীর নলকূপ বসিয়েছেন বলেও জানা গেছে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আখতারুল ইসলাম আজ রোববার  এ তথ্য নিশ্চিত করেছেন। বিভিন্ন গণমাধ্যমে এ সংবাদও প্রকাশ করেছে।

আখতারুল ইসলাম জানান, দুদকের একটি প্রাথমিক তদন্তে এসব তথ্য উঠে এসেছে। তদন্তে আব্দুস শহীদ এর স্ত্রী ও সন্তানদের নামে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাড়ি-ফ্ল্যাটের পাশাপাশি কোটি কোটি টাকার সম্পদের তথ্য উঠে এসেছে। কানাডার ‘বেগমপাড়ায়’ তার স্ত্রীর একটি বাড়ি কেনার এবং দেশে-বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের প্রমাণ পাওয়া গেছে দুদকের তদন্তে।  আব্দুস শহীদের বিষয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরুর সিদ্ধান্ত নিয়েছে দুদক।

আব্দুস শহীদ মৌলভীবাজার ৪ আসন (শ্রীমঙ্গল কমলগঞ্জ) থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে টানা ৭ বার সংসদ সদস্য হয়েছিলেন। তিনি বিরোধী দলীয়, চীপ হুইপ, সরকার দলীয় চীপ হুইপ ও সর্বশেষ কৃষি মন্ত্রী ছিলেন।

সর্বশেষ - রাজনীতি