ফরিদপুরের ভাঙ্গায় দুর্গা প্রতিমা ভাঙচুরের অভিযোগ একজন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ঐ ব্যক্তির নাম সঞ্জিত বিশ্বাস (৪৫)। তিনি ভারতীয় নাগরিক। তার বাড়ি ভারতের নদীয়ায় , তার বাবার নাম নিশি কান্ত বিশ্বাস। সোমবার বিকেল বিকেলে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ফরিদপুর জেলা পুলিশ এই তথ্য জানায়। গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শনিবার রাতে কে বা কারা ভাঙ্গা বাজার এলাকায় হরি মন্দির ও কালী মন্দিরে নির্মাণাধীন প্রতিমা ভাঙচুর করে। ওই ঘটনার তদন্তকালে সন্দেহভাজন আসামি হিসেবে সঞ্জিত বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানায়, পুলিশ যাকে গ্রেপ্তার করেছে, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। সে গত দেড় মাস ধরে তাকে ভাঙ্গা বাজার, ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় ঘুরাঘুরি করে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহাম্মদ মোকছেদ হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ দুপুর ৩টার দিকে ওই ব্যক্তিকে ফরিদপুর কোর্টে পাঠানো হয়েছে। এর আগে গত শনিবার দিবাগত রাতে ভাঙ্গা বাজারের গুড়পট্টি এলাকায় অবস্থিত ভাঙ্গা বাজার সর্বজনীন হরি মন্দির এবং ভাঙ্গা থানার সামনে অবস্থিত ভাঙ্গা সর্বজনীন কালী মন্দিরের নির্মাণাধীন দুর্গা প্রতিমা ভাংচুর হয়।