স্টাফ রিপোর্টার: মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি এবং সেই বক্তব্যকে বিজেপির এক নেতার সমর্থন দেওয়ার প্রতিবাদে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর থানা জামে মসজিদের সামনে থেকে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া, শ্রীমঙ্গল উপজেলা ও পৌর শাখা এবং উদ্যম ছাত্র জনতা ও সাধারণ শিক্ষর্থীবৃন্দ ব্যানারে ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’স্লোগানে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও চৌমুহনায় সমাবেশে মিলিত হয়। সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়।
সমাবেশে সংগঠনের নেতৃবৃদসহ কয়েকজন বক্তব্য দেন।
সমাবেশে বক্তারা বলেন, জাতিসংঘে পৃথক আইন পাশ করে রাসূলের (সা.) কটূক্তিকারীদের শাস্তি দিতে হবে। এছাড়া বাংলাদেশ সরকারকে ভারত সরকারের কাছে এ ঘটনার যথাযথ জবাব চাইতে হবে। মুহাম্মদ (সা.)-এর ইজ্জত রক্ষার বিষয়ে আমাদের কোনো আপস নেই।
এ সময় ভারতীয় পণ্ডিত ও বিজেপি নেতার এই ধৃষ্টতাপূর্ণ মন্তব্যের জন্য মুসলিম উম্মার কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা। পাশাপাশি ভারতীয় পণ্য বর্জনের জন্য সর্বস্তরের জনগণের প্রতিও আহ্বান জানানো হয়।