মো. আল আমিন: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সবজি চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের। এরই মধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় সবজি চাষ করে অনেক কৃষক স্বাবলম্বী হয়েছেন। তেমনি উপজেলার ভূনবীর ইউনিয়নের আঐ গ্রামের কৃষক আবু তাহের সবজি চাষে সফলতা লাভ করেছেন। ইতোমধ্যে তিনি লাউ এর বীজ বপনের ৬০ দিনের মধ্যে ভালো ফলন পেয়েছেন। তার এ সফলতা দেখে অন্য সবজি চাষিরা লাউ চাষে আগ্রহী হয়ে উঠেছেন।
দীর্ঘ চল্লিশ বছর ধরে সবজি চাষ করে আসছেন তিনি। বাড়ির পাশে ৬০ শতক জমিতে বিভিন্ন ধরনের সবজি চাষ করে সাফল্য পেয়েছেন। তার জমিতে এসব সবজির মধ্যে শসা, করলা, শিম, বেগুণ, টমেটো, চিচিঙ্গা, লাউ, কুমড়া, শাকসহ বিভিন্ন ধরনের সবজি রয়েছে। এছাড়াও মৌসুমী শাক-সবজি চাষ করে থাকেন। তার সবজি উপজেলার বিভিন্ন এলাকার বাজারসহ দেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছে।
কৃষক আবু তাহের জানান, এবার তিনি মাত্র ১১ হাজার টাকা খরচ করে লাউ চাষ করেছেন। বাজারজাতকরণে উপযোগী হওয়ার পর এ পর্যন্ত প্রায় ৭০ হাজার টাকার লাউ বিক্রয় করেছেন। এছাড়াও আরও যে পরিমান লাউ আছে তাও ভালো টাকায় বিক্রি করা যাবে। মাঝে মধ্যে বাজারে লাউ নিয়ে গেলেও বেশির ভাগ সময় পাইকাররা বাড়ি থেকে এসেই লাউ কিনে নিয়ে যায়।
তিনি জানান সরকারি কোন সহযোগিতা ছাড়াই সবজি চাষ করছেন। তবে সরকারিভাবে উন্নত মানের বীজ ও সারসহ অন্যান্য সুবিধা পেলে আগামী দিনে আরও ভালোভাবে সবজি চাষ করতে পারবেন।