শুক্রবার , ১৮ অক্টোবর ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চট্টগ্রাম
  6. চাকরি
  7. চায়ের জনপদ
  8. জাতীয়
  9. টেক
  10. ঢাকা
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বরিশাল

ওয়েস্ট ইন্ডিজকে বিদায় করে ১৪ বছর পর ফাইনালে নিউজিল্যান্ড

প্রতিবেদক
admin
অক্টোবর ১৮, ২০২৪ ৯:৫৮ অপরাহ্ণ

খেলা ডেস্ক: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে বিদায় করে ১৪ বছর পর ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। শুক্রবার (১৮ অক্টোবর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ক্যারিবীয়দের ৮ রানে হারায় কিউইরা।

প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১২৮ টানে থামে নিউজিল্যান্ড। জবাব দিতে নেমে ১২০ রানের বেশি করতে পারনি ক্যারিবীয়রা।

১২৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ৫১ রানের মধ্যেই ৪ উইকেট হারিয়ে বসে ওয়েস্ট ইন্ডিজ। শুরুর এই ধাক্কা পরে আর কাটিয়ে উঠতে পারেনি ক্যারিবীয়রা। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন দিয়েন্দা দোতিন। কিউইদের হয়ে ৩টি উইকেট নেন ইডেন কারসন।

এর আগে, টসে জিতে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতেই ৪৮ রান যোগ করেন বেটস ও প্লিমার।দুজনের ব্যাট থেকে যথাক্রমে ২৬ ও ৩৩ রান আসে। শেষদিকে ইসাবেলার অপরাজিত ২০ রানে ১২৮ রানের লড়াকু সংগ্রহ পায় কিউইরা।

প্রসঙ্গত, আগামী রবিবার নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে এই ম্যাচ।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত