স্টাফ রিপোর্টার: সাবেক কৃষিমন্ত্রী ও মৌলভীবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস শহীদকে গ্রেফতার হওয়ার খবরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ হয়েছে।
বুধবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে বিএনপি নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেন।
মিছিল পরবর্তী শহরের চৌমুহনায় বক্তব্য রাখেন বিএনপির নেতারা। এসময় তারা বলেন, বিগত ১৫ বছর আব্দুস শহীদ বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত ছিলো। বিগত নির্বাচনে ক্ষমতার দাপট দেখিয়ে অবৈধভাবে নির্বাচিত হয়েছেন। মিষ্টি বিতরণের পাশাপাশি আব্দুস শহীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
উল্লেখ্য, মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত ১টার দিকে ঢাকা উত্তরায় নিজ বাসা থেকে প্রায় চার কোটি টাকা, বিভিন্ন দেশের মুদ্রা ও স্বর্ণালংকারসহ আব্দুস শহীদ কে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানায় নিয়ে যায় পুলিশ।