বৃহস্পতিবার , ৭ নভেম্বর ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চট্টগ্রাম
  6. চাকরি
  7. চায়ের জনপদ
  8. জাতীয়
  9. টেক
  10. ঢাকা
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বরিশাল

শ্রীমঙ্গলে দক্ষ মানবসম্পদ উন্নয়নে দিনব্যাপী কর্মশালা

প্রতিবেদক
admin
নভেম্বর ৭, ২০২৪ ১০:২৪ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দক্ষ মানবসম্পদ উন্নয়ন ও কর্মক্ষেত্রে দুর্ঘটনা হ্রাসকল্পসহ সকলের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণের লক্ষ্যে বাংলাদেশ শ্রম আইন ও বিধিমালা অনুযায়ী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার রাধানগর এলাকায় পাঁচ তারকা মানের হোটেল গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ্- এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করে বক্তব্য দেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রীমঙ্গলস্থ কার্যালয়ের উপ-মহা পরিদর্শ মোহাম্মদ মাহবুবুল হাসান এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র’ মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য’ শ্রী গোবিন্দপুর চা বাগানের মালিক মো. মহসিন মিয়া মধু, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব, আকিজ বসির গ্রুপের পরিচালক দিলরুবা শারমিন খানম, ফিনলে চা কোম্পানির ভাড়াউড়া ডিভিশনের জেনারেল ম্যানেজার জি এম শিবলী, প্রাণ-আরএফএল এর জেনারেল ম্যানেজার কর্নেল (অব) শেখ জালাল।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর মৌলভীবাজারের আয়োজনে এবং আকিজ বসির গ্রুপের সার্বিক সহযোগিতায় দিনব্যাপী কর্মশালায় অংশ গ্রহণ করেন, দেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান ইস্পাহানি, ফিনলে, ডানকান ব্রাদার্স, প্রাণ-আরএফএল, এন টি সি, সিটি গ্রুপসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ।
কর্মশালা শেষে অতিথিসহ উপস্থিত সবাই এক মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন।

সর্বশেষ - রাজনীতি