শুক্রবার , ১০ জানুয়ারি ২০২৫ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. ই-ম্যাগাজিন
  4. খুলনা
  5. খেলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. চায়ের জনপদ
  9. জাতীয়
  10. টেক
  11. ঢাকা
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাস
  15. প্রযুক্তি

শ্রীমঙ্গলে বৈচিত্র্যময় নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক উৎসব ‘হারমোনি ফেস্টিভ্যাল

প্রতিবেদক
admin
জানুয়ারি ১০, ২০২৫ ৯:৪৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুরু হয়েছে নৃ-গোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতি আর ঐতিহ্যের অনবদ্য আয়োজন ‘হারমোনি ফেস্টিভ্যাল’। শুক্রবার (৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় শ্রীমঙ্গলের কাকিয়াছড়া মাঠে এই উৎসবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই উৎসবে প্রদর্শিত হচ্ছে ২৬টি নৃ-গোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতি ও পণ্য। উৎসবের বিশেষ আকর্ষণ ৪৫টি মনোমুগ্ধকর পরিবেশনা, যা ১২ জানুয়ারি পর্যন্ত দর্শনার্থীদের মাতিয়ে রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের। স্বাগত বক্তব্য দেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বে-সামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিজ নাসরীন জাহান, সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উর-নবী এবং মৌলভীবাজার অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন রায়।

উৎসবের মূল আকর্ষণগুলোর মধ্যে রয়েছে নৃ-গোষ্ঠীর ঐতিহ্যবাহী পণ্য ও খাদ্যের প্রদর্শনী এবং বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা। এই আয়োজন দেশি-বিদেশি পর্যটকদের কাছে মৌলভীবাজারের অনন্য সংস্কৃতি তুলে ধরতে একটি অনবদ্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।

এই ‘হারমোনি ফেস্টিভ্যাল’ কেবল একটি উৎসব নয়, এটি সংস্কৃতির মিলনমেলা যেখানে বৈচিত্র্যই প্রধান ঐতিহ্য।

সর্বশেষ - রাজনীতি