স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল সরকারি কলেজ প্রাঙ্গণে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দিনব্যাপী আয়োজন করা হয় এক জমজমাট পিঠা উৎসব। শীতের আমেজে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী পিঠার স্বাদে ভরপুর ছিল এই উৎসব। কলেজ ক্যাম্পাস সকাল থেকেই ভরে ওঠে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে।
বন্ধু-বান্ধব, পরিবার ও প্রিয়জনদের সঙ্গে ক্যাম্পাসে এসে শিক্ষার্থীরা উপভোগ করেন পিঠার বাহারি আয়োজন। ১২টি স্টলে পরিবেশিত হয় নানান স্বাদের পিঠা, যার মধ্যে ভাপা, পাটিসাপটা, চিতই, নারকেল পিঠাসহ বহু রকমের পিঠা ছিল শিক্ষার্থীদের হাতের তৈরি। দুপুর ২টার মধ্যেই বেশিরভাগ স্টলের পিঠা বিক্রি হয়ে যায়, আর বিকাল ৪টার মধ্যে সব পিঠা শেষ।
এর আগে বেলা ১২টায় পিঠা মেলার উদ্বোধন করেন শ্রীমঙ্গল সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর এ. বি. এম মোখলেছুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা বিভাগের প্রধান মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক বিজন চন্দ্র দেবনাথ, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক সুরঞ্জিত কিলিকদার এবং গণিত বিভাগের সহযোগী অধ্যাপক সুদর্শন শীল।
বিকেলে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উৎসবের আমেজ আরও রঙিন হয়ে ওঠে। শিক্ষার্থীদের গান, নাচ এবং নাটকের পরিবেশনা সবাইকে মুগ্ধ করে।
এই পিঠা উৎসব প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে নতুন এক সেতুবন্ধ তৈরি করেছে। একই সঙ্গে বাংলার ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে একটি অনন্য উদ্যোগ হয়ে উঠেছে শ্রীমঙ্গল সরকারি কলেজের শিক্ষার্থীদের এই আয়োজন।