সোমবার , ৩ জুন ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চট্টগ্রাম
  6. চাকরি
  7. চায়ের জনপদ
  8. জাতীয়
  9. টেক
  10. ঢাকা
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বরিশাল

বুথফেরত সমীক্ষার সম্পূর্ণ বিপরীত ফল হবে, দাবি সোনিয়া গান্ধীর

প্রতিবেদক
admin
জুন ৩, ২০২৪ ৩:০৪ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: ভারতের সাত দফার লোকসভা নির্বাচন গত ১৯ এপ্রিল শুরু হয়ে শেষ হয়েছে গত শনিবার। ভোট গণনা শেষে আগামীকাল মঙ্গলবার ফল প্রকাশ হবে। জানা যাবে দিল্লির মসনদে কে বসতে চলেছেন বিজেপির নেতৃত্বে থাকা এনডিএ জোট নাকি ইন্ডিয়া জোট। তবে শনিবার ভোট শেষ হওয়ার পরই শুরু হয় বুথফেরত জরিপের ফলাফল প্রকাশ।

বুথফেরত অধিকাংশ সমীক্ষা ইঙ্গিত দিয়েছে, নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ তৃতীয় বারের জন্য সরকার গড়ছে। কোনো কোনো সমীক্ষাতে এও ভবিষ্যদ্বাণী করা হয়েছে, বিজেপি একাই ৩৫০-৩৭৫ আসন পেতে পারে। এনডিএ ‘৪০০ পার’ করে যাবে। সেখানে কংগ্রেসসহ বিজেপিবিরোধী জোট ‘ইন্ডিয়া’ আশানুরূপ ফল করবে না বলেও ইঙ্গিত দিয়েছে বুথফেরত সমীক্ষাগুলো। কিন্তু সেই সম্ভাবনার কথা উড়িয়ে দিলেন কংগ্রেস নেত্রী তথা রাজ্যসভার সাংসদ সোনিয়া গান্ধী। সোমবার তিনি স্পষ্ট জানান, বুথফেরত সমীক্ষার সম্পূর্ণ বিপরীত ফলাফল হবে।

তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী এম করুণানিধির শততম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানানোর এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনিয়া। সেই অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, অপেক্ষা করুন আর দেখুন। আমরা খুব আশাবাদী, বুথফেরত সমীক্ষায় যা দেখিয়েছে, আমাদের চূড়ান্ত ফলাফল তার সম্পূর্ণ বিপরীত হবে। শুধু সনিয়া নন, বুথফেরত সমীক্ষা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জোট ‘ইন্ডিয়া’র অন্য নেতারাও।

কেন এই জয়ের আভাস এ নিয়ে বলতে গিয়ে দিল্লিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি রিসার্চের (সিপিআর) জ্যেষ্ঠ ফেলো নীলাঞ্জন সরকার বলেন, মোদি বিপুল জনপ্রিয়। আর এ কারণেই বিজেপির সব প্রচারের কেন্দ্রে ছিলেন তিনি। কী কারণে বিজেপি হ্যাটট্রিক করবে তা ব্যাখ্যা করেছেন সাবেক ভোটকুশলী প্রশান্ত কিশোর। নরেন্দ্র মোদি বা বিজেপির বিকল্প নেই বলে যে একটা তত্ত্ব উঠে আসছে এটির সঙ্গেও একমত নন তিনি। তাঁর কথায়, মূল ব্যাপারটার ওপর নজর দিতে হবে আমাদের। কোনো সরকার এবং সেই সরকারের নেতার বিরুদ্ধে যদি ক্ষোভ তৈরি হয়, তাহলে বিকল্প থাকুক না বা থাকুক মানুষ সেই সরকারকে হারিয়ে দিতে পারে। কিন্তু এখন পর্যন্তও আমরা মোদিজির বিরুদ্ধে সার্বিক জনরোষের কথা শুনিনি। প্রত্যাশা পূরণ না হওয়ায় হতাশা থাকতে পারে। কিন্তু জনরোষ তৈরি হয়নি।

এ বিষয়টি পরিষ্কার, বুথফেরত সমীক্ষা যদি মিলে যায় তবে বুঝতে হবে, বিরোধীদের অনৈক্য, নেতৃত্বহীনতায় ভারতের জনগণ অসন্তুষ্ট। পাশাপাশি বিজেপির মোদির নেতৃত্বে নতুন ভারতের ডাকেই সাড়া দিয়েছেন তারা। খবর এনডিটিভির

সর্বশেষ - রাজনীতি