নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে চাউর হয়েছিল ১৮০ কেজি ওজনের একটি ছাগলের ভিডিও। সাদিক এগ্রোর রাজধানীর মোহাম্মদপুরের খামারে থাকা পশুটি নিয়ে হইচই পড়ে যায়। পাঁচ ফুট তিন ইঞ্চি উচ্চতার খাসিটির দাম হাঁকা হয় ১৫ লাখ টাকা। আলোচনার তুঙ্গে থাকায় একে দেখতে খামারে তৈরি হয় উপচেপড়া ভিড়। খাসিটি ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। রাজধানীর ধানমন্ডি এলাকার এক ক্রেতা ১৫ লাখ টাকাতেই কিনে নিয়েছেন ধূসর বাদামি রঙের পশুটি। এটিই বর্তমানে দেশের সবচেয়ে বড় খাসি বলে প্রতিষ্ঠানটির দাবি।
এবারের কোরবানিকে সামনে রেখে পরপর দুটি চমক দেখিয়েছে সাদিক এগ্রো। প্রথমে তারা বাজারে আনে এক কোটি টাকার গরু। এরপর আনে দেড় কোটি টাকার গরু। এরই ধারাবাহিকতায় আলোচনায় আসে একই প্রতিষ্ঠানের ১৫ লাখ টাকার খাসি।
সাদিক এগ্রোর কর্মকর্তা জাহিদ হাসান বলেন, খাসিটি দিল্লি থেকে আনা। সচরাচর দেশে এত বড় ছাগল দেখা যায় না, তাই এর দাম অন্যদের তুলনায় কিছুটা বেশি।
কোরবানির ঈদ উপলক্ষে দৃষ্টিনন্দন সাজে সেজেছে পুরো সাদিক এগ্রো। রকমারি পশু দেখতে ভোররাত পর্যন্ত থাকছে ক্রেতার ভিড়। গত সোমবার রাতে খামার পরিদর্শন করেন কৃষিমন্ত্রী ড. আবদুস শহীদ।
সাদিক এগ্রোর মালিক মোহাম্মদ ইমরান হোসেন বলেন, তাঁর প্রতিষ্ঠানে সব বাজেটের ক্রেতার জন্যই কোরবানি উপযোগী পশু আছে। ১৫ হাজার থেকে শুরু করে ১৫ লাখ টাকা পর্যন্ত দামের ছাগল আছে। শুধু ছাগল নয়, গরু, মহিষ, দুম্বা, উট, ভেড়া, গাড়ল, গয়াল, পাঙ্গানুর গরুসহ সাড়ে ৩ হাজার পশু বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে।