স্টাফ রিপোর্টার: বিগত ২৮ শে সেপ্টেম্বর আর্ন্তজাতিক নিরাপদ মাসিক নিয়মিতকরণ দিবস উপলক্ষে অদ্য ৩০শে সেপ্টেম্বর রোজ সোমবার সকাল ১১ ঘটিকার সময় শ্রীমঙ্গল পৌরসভা মহসিন অডিটোরিয়াম হল রুমে নারীপক্ষ আয়োজক’ র মাধ্যমে আর্ন্তজাতিক নিরাপদ মাসিক নিয়মিতকরণ দিবস উদযাপন আয়োজন করেছে।
মৌলভীবাজার সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রধান অতিথি ডাঃ বর্ণালী দাশ বলেন আর্ন্তজাতিক নিরাপদ মাসিক নিয়মিতকরণ কালীন সময়ে পরিষ্কার কাপড় স্বচ্ছ পরিষ্কার পানিতে ধুয়ে সূর্যের তাপ কড়া রোদে শুকিয়ে ব্যাবহার করা, খুবই পরিষ্কার-পরিছন্ন থাকা, স্যানোরা প্যাড ব্যবহার করা, তল পেট ব্যাথা অনুভব হলে চিকিৎসক পরামর্শে ঔষধ সেবন করা, পুষ্টিকর খাবার খাওয়া, সেবা দাতা ও সেবা গ্রহীতা সু-সম্পর্ক ও সু-আচরণে তথ্য আদান-প্রদান, সান্তনা-সুপরামর্শ দেওয়া, সামাজিক কু-সংস্কার দূর করা, পাশাপাশি একে অপরকে সুস্বাস্থ্যতা ও জনসচেতনতা করার কথা বলেন। তিনি আরও বলেন এলাকার কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্য হাসপাতাল,FWA, FWV স্বাস্থ্য সেবা দাতার সাথে আলাপ আলোচনা করা। পাশাপাশি স্বাস্থ্য গ্রহীতার জাতীয় পরিচয় পত্র( এনআইডি) কার্ডের মাধ্যমে হাসপাতালে অন্যান্য ঝুঁকিপূর্ণ জটিল স্বাস্থ্য সেবা পরীক্ষা সুযোগ সুবিধা রয়েছে। কোন রকম হয়রানি শিকার হলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে জানাবেন।
নারীপক্ষ বক্তা নিশাত ইসলাম ও সন্ধীপ্তা সঞ্চালনায় অংশগ্রহণকারী হিসেবে বিভিন্ন এনজিও প্রতিনিধি ও তরুণ নারী উপস্থিত ছিলেন।