কূটনৈতিক প্রতিবেদক:
বাংলাদেশী নাগরিকদের ভারত কবে থেকে পর্যটক ভিসা চালু করবে এটি এখন বাংলাদেশের মানুষের অনেকেরই প্রশ্ন। এবার এই প্রশ্নের উত্তর সাংবাদিকেরা জানতে চাইলে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, ‘এখন যাঁদের জরুরি প্রয়োজন, তাঁদের ভিসা দেওয়া হচ্ছে। কারণ, আমাদের লোকবল কম। আমাদের কার্যক্রম স্বাভাবিক হলে এটি (ট্যুরিস্ট ভিসা) শুরু করা সম্ভব হবে। তবে এখন যাঁদের জরুরি, তাঁদের মেডিকেল ভিসা দেওয়া হচ্ছে। এ ছাড়া ভারতে গিয়ে তৃতীয় কোনো দেশের ভিসার আবেদন যাঁরা করছেন, তাঁদের আমরা অগ্রাধিকার দিচ্ছি।’ বাংলাদেশের পর্যটকদের জন্য ভারতীয় ভিসা খুব শিগগির চালু হচ্ছে না। শুধু যাঁদের জরুরি প্রয়োজন, তাঁদের ভিসা দেওয়া হচ্ছে।
রোববার ঢাকায়সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ তথ্য জানান তিনি। এসময় প্রণয় ভার্মা বলেন ‘আমরা চাই আমাদের মধ্যে যে পারস্পরিক নির্ভরশীলতা রয়েছে, সেটা আরও বাড়ুক। বাংলাদেশ ভারতের ওপর নির্ভর করে এবং ভারত নির্ভর করে বাংলাদেশের ওপর। অর্থাৎ একে অন্যের ওপর নির্ভরশীল। আমরা চাই এটা বাড়ুক। আমরা উন্নয়ন ও নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছি। আমরা মূলত আলোচনা করেছি কীভাবে আমরা কাজগুলো এগিয়ে নিতে পারি।’
এদিকে ওই বৈঠকের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান গণমাধ্যমকর্মীদের বলেন, ভারত ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের সঙ্গে পররাষ্ট৶সচিব পর্যায়ের বৈঠক করার আগ্রহ প্রকাশ করেছে।