খেলা ডেস্ক: আরব বেসবল ক্লাসিকে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। গতকাল দুবাইয়ে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের জার্সিধারীরা। আফগানদের ১২-০ পয়েন্টে হারায় লাল-সবুজের প্রতিনিধিরা। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১০-০ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে এসেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। আরব আমিরাত ও ভারতের বিপক্ষে খেলার কথা রয়েছে বাংলাদেশের। গত ৬ নভেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছে এ টুর্নামেন্ট। প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ৯ দেশ। তারা হলোÑ সৌদি আরব, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, আফগানিস্তান, ফিলিস্তিন ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। দুই গ্রুপে বিভক্ত হয়ে লিগ ভিত্তিতে খেলছে ৯টি দল। বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। আগামী ১১ নভেম্বর টুর্নামেন্টের সমাপ্তি ঘটবে।