বৃহস্পতিবার , ১৪ নভেম্বর ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চট্টগ্রাম
  6. চাকরি
  7. চায়ের জনপদ
  8. জাতীয়
  9. টেক
  10. ঢাকা
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বরিশাল

শ্রীমঙ্গলে আন্তঃস্কুল বিজ্ঞান মেলা ২০২৪ অনুষ্ঠিত

প্রতিবেদক
admin
নভেম্বর ১৪, ২০২৪ ১০:০৭ পূর্বাহ্ণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে আন্তঃস্কুল বিজ্ঞান মেলা ২০২৪। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে শহরের উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের সহযোগিতায় এই মেলার আয়োজন করে মাল্টিপারপাস সোসিও ইকোনমিক ডেভোলাপমেন্ট এসোশিয়েশন(এমসিডা)।

মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব। উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিতা রানী দাশের সভাপতিত্বে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অসীম কুমার বর্ধন, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী প্রমুখ।

বিজ্ঞান মেলায় উপজেলার ৩০ টি বিদ্যালয় অংশ নেয়। শিক্ষার্থীদের তৈরি প্রজেক্টগুলোর মধ্যে ছিলও হাইড্রোলিক লিফট, হোম লকার, ওয়াটার লেভেল ইন্ডিকেটর, ডিএনএ মডেল, লাইফাই প্রজেক্ট, অটো ফায়ার এলার্ম, ডিজিটাল হাইওয়ে, বায়ুর সাহায্যে বিদ্যুৎ উৎপন্ন, হাইড্রোলিক এক্সলেটর, ওয়েস্ট ম্যাজেম্যান্ট, বাতাস পরিশোধন কারী যন্ত্র, সিসমোগ্রাফ যন্ত্র, আবর্জনা প্রক্রিয়াজাত করন প্লান্ট ইত্যাদি।

আয়োজকরা বলেন, বিজ্ঞান শিক্ষাকে জনপ্রিয় করার জন্য এই বিজ্ঞান মেলার আয়োজন। মৌলভীবাজার জেলায় তথা শ্রীমঙ্গল উপজেলায় বিজ্ঞান শিক্ষার হার কমে যাচ্ছে। শিক্ষার্থীরা যেন বিজ্ঞান চর্চায় আগ্রহী হয় এ জন্য এই বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে।

শিক্ষার্থীরা নিয়মিত এভাবে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হলে শিক্ষার্থীদের মেধা বিকাশে অনন্য অবদান রাখবে। আর শিক্ষার্থীদের এসব উদ্ভাবন যন্ত্র বাস্তব ক্ষেত্রে প্রয়োগ বৃদ্ধি পাবে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত