স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইংরেজিতে দক্ষতা বৃদ্ধিতে সহায়ক বিষয়ক ব্লুমিং ক্লাশরুম ফর ইংলিশ রিডিং এন্ড রাইটিং (Blooming Classroom for English Reading & Writin) বইয়ের মোড়ক উন্মোচন ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলার নোয়াগাও এলাকার উপজেলা রিসোর্স সেন্টারে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা শিক্ষা কর্মকর্তা মো. খোরশেদ আলম, শ্রীমঙ্গল উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন বইয়ের লেখক ও সহকারী শিক্ষা কর্মকর্তা আবুল হাসনাৎ মোহাম্মদ জহিরুল ইসলাম ভূঞা, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর এস এম ফয়সাল হোসেন, ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যান দেব, বিরাইমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার জাকির হোসেন প্রমুখ।
বইয়ের লেখক আবুল হাসনাৎ মোহাম্মদ জহিরুল ইসলাম ভূঞা বলেন, উপজেলার বিভিন্ন স্কুল পরিদর্শন করে দেখা যায় শিক্ষার্থীরা ইংরেজিতে ভালো করে পড়তে পারছে না। তাদের কথা চিন্তা করে ৬ মাস পরিশ্রম করে বইটি তৈরী করা হয়েছে। এই বইয়ে তিনি ইংরেজি রিডিং পড়ার ও লেখার সহজ কৌশল তুলে ধরেছেন। প্রাথমিক শিক্ষার শিক্ষার্থীরা এই বইটি ৩ মাস মনোযোগ দিয়ে পড়লে সহজেই ইংরেজিতে দক্ষতা বৃদ্ধি করতে পারবে।