নিউজ ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৯টা ২০ মিনিটের দিকে বঙ্গভবনে তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। এরআগে, গত সোমবার (৫ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। পরে বিমান বাহিনীর একটি বিমানে করে তিনি দেশত্যাগ করে ভারতে আশ্রয় নেন।
প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের মাধ্যমে দেশে একটি সরকারবিহীন অবস্থার সৃষ্টি হয়। এই অবস্থার অবসান ঘটাতে তিন দিন ধরে রাষ্ট্রপতি, সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্ট নাগরিকদের সঙ্গে আলোচনা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা। পরে সর্ব সম্মতিক্রমে ড. মোহম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এসময় ড. মোহম্মদ ইউনূস ফ্রান্সের প্যারিসে অবস্থান করায় তার দেশে ফিরে আসার ওপর নির্ভর করে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৮টায় শপথ গ্রহণের সময় নির্ধারণের কথা জানায় সেনাপ্রধান ওয়াকার উজ জামান। নোবেলজয়ী এই অর্থনীতিবিদ আজ দুপুর ২টা ১০ মিনিটে ফ্রান্সের প্যারিস থেকে ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছান।