স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শীতার্ত অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার ভূনবীর ইউনিয়নে প্রায় দুই হাজার পাঁচশত দরিদ্র মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। এ কার্যক্রমটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এবং শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মহসিন মিয়া মধু’র ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মহসিন মিয়া মধু। এসময় আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী, পৌর বিএনপি’র সাবেক সহ-সভাপতি আতিকুর রহমান জরিপ, বিএনপি ও বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বিএনপির উদ্যোগে গৃহীত জনকল্যাণমূলক কার্যক্রমের কথা উল্লেখ করে বলেন, জনগণের পাশে থাকার অঙ্গীকার নিয়েই তারা কাজ করে যাচ্ছেন। তারা আরও জানান, ভবিষ্যতেও দরিদ্র মানুষের সহযোগিতায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
শ্রীমঙ্গলে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় শীতার্ত মানুষেরা এই উদ্যোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। কম্বল পেয়ে সুবিধাভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, এমন মানবিক উদ্যোগ তাদের জীবনে স্বস্তি এনে দিয়েছে।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের মাধ্যমে শ্রীমঙ্গলে অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর এই উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন।