স্টাফ রিপোর্টার: জুড়ী উপজেলার ফুলতলায় বিজিবি ডাকটিলা বিওপির আওতাধীন এলাকার দুই শতাধিক হতদরিদ্র শীতার্ত নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে বিজিবি-৫২ ব্যাটালিয়ন বিয়ানীবাজার ।
সোমবার ৬ জানুয়ারি দুপুরে বিজিবির ডাকটিলা ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার হারুনুর রশীদের সভাপতিত্বে রাজকী এলবিনটিলা মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয় মাঠে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য ও শীতবস্ত্র বিতরণ করেন বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান পিপিএম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিজিবি-৫২ ব্যাটালিয়নের সহকারি পরিচালাক নুর হোসেন, রাজকী এলবিনটিলা মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফুর সেলিম, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, সাংবাদিক তানজির আহমদ রাসেল, আল আমিন আহমদ, সাংবাদিক সাইফুল ইসলাম সুমন, মনিরুল ইসলাম।
অন্যদের মাঝে বিজিবি’র ফুলতলা কোম্পানী কমান্ডার সুবেদার জসিম উদ্দিন, ফুলতলা ইউনিয়ন পরিষদের সদস্য মোরশেদ রেজা, আব্দুল জলিল প্রমুখ বক্তব্য রাখেন।
বিয়ানীবাজার ব্যাটালিয়ন ৫২ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. মেহেদী হাসান পিপিএম বলেন, ‘আপনারা জানেন বিজিবি যেকোনা দুর্যোগে জনগণের জন্য কাজ করে থাকে। প্রতিবারের মতো এবারও যাদের শীতবস্ত্র কেনার সামর্থ্য নেই তাদের আমরা শীতবস্ত্র বিতরণ করছি।
বিজিবির পক্ষ থেকে সারা বাংলাদেশে আমরা এই কার্যক্রমটি অব্যাহত রেখেছি। ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং অসহায় ও হতদরিদ্র জনসাধারণের পাশে বিজিবি সবসময় পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।’