অনলাইন ডেস্ক: একসময়ের টিভি পর্দার জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মোজেজা আশরাফ মোনালিসা। ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থাতেই বিয়ে করে নিইউয়র্কে পাড়ি জমান এই অভিনেত্রী। তবে সে সংসার টেকেনি বেশিদিন। পরের বছরই বিচ্ছেদের পথে হাঁটেন। এখন বিয়ের জন্য পাত্র খুঁজছেন তিনি।
এরপর আর নতুন করে সংসার বাঁধেননি মোনালিসা। যুক্তরাষ্ট্রে টাইম টেলিভিশনে চাকুরি করছেন। এর মাঝে সময় সুযোগ পেলে মাঝেমধ্যেই দেশে আসেন। এবারও এলেন কিছুদিন আগে। আর দেশে ফিরেই জানালেন ফের বিয়ে করা প্রসঙ্গে। অভিনেত্রী জানিয়েছেন, মনের মতো কাউকে পাচ্ছেন না বলেই বিয়ের সিদ্ধান্ত নিতে পারছেন না।
বিয়ের জন্য কেমন পাত্র খুঁজছেন, এমন প্রশ্নে মোনালিসা বলেন, ‘যার সঙ্গে আমার বোঝাপড়া ভালো হবে, আমাকে সম্মান করবে, ভালোবাসবে, আমাকে ও সম্পর্কের মূল্য দেবে….।’
নিজেকে সিঙ্গেল বলে দাবি করে মোনালিসা বলেন, ‘এটা আমার ভক্তদের শুনে খুশি হওয়া উচিত। যদি কেউ এটা জেনে খুশি হয়, বা চেষ্টা করে তাহলে আমার খারাপ লাগবে না। এখানে খারাপ কিছু নেই। কারণ প্রেম-ভালোবাসা খুব সুন্দর একটা জিনিস। যেটা বর্তমানে একদম নেই বললেই চলে।’