স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার বাংলাদেশী কিশোরী স্বর্ণা দাশ ও ঠাকুরগাঁও এর শ্রী জয়ন্ত কে বিএসএফ কর্তৃক গুলি করে হত্যার প্রতিবাদে শ্রীমঙ্গলে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে শ্রীমঙ্গলে সাধারণ শিক্ষার্থীরা শ্রীমঙ্গল চৌমুহনায় এ মানববন্ধন করেন। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। এতে বক্তব্য রাখেন ফারহান তানভীর ফাহিম, মোজাহিদ ইমন, আরিফ, আরিফ বক্স, ফাইজা, সাব্বির, মারজান, আসিফ প্রমুখ।
এসময় বক্তারা ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক হত্যার নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সঙ্গে স্বর্ণা দাসের হত্যার সুষ্ঠু বিচার দাবি করা হয়।