শনিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চট্টগ্রাম
  6. চাকরি
  7. চায়ের জনপদ
  8. জাতীয়
  9. টেক
  10. ঢাকা
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বরিশাল

শ্রীমঙ্গল থেকে গ্রেফতার হলেন ঢাকা সিটি কর্পোরেশনের কাউন্সিলর সিরাজুল ইসলাম

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ১৪, ২০২৪ ১১:৪৬ পূর্বাহ্ণ

মো. আল আমিন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে ঢাকা সিটি কর্পোরেশনের মুগদাপাড়া এলাকার কাউন্সিলর সিরাজুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের রাধানগর এলাকার প্যারাগন রিসোর্টে অভিযান করে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মৌলভীবাজার পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন। এসময় শ্রীমঙ্গল থানার পুলিশ ও সেনাবাহিনীর একটি দল উপস্থিত ছিলেন।
মৌলভীবাজার পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সিরাজুল ইসলাম ছাত্রদের বিপরীত অবস্থানে গিয়ে সরাসরি নেতৃত্ব দেন। মুগদা থানার তিনি এজাহার ভুক্ত আসামী। আমাদের কাছে খবর ছিলো তিনি আজ রাতে মৌলভীবাজারের সীমান্ত দিয়ে তিনি ভারতে পালিয়ে যেতে চাচ্ছিলেন। যেহেতু উনার বিরুদ্ধে মামলা আছে শুধু তাকেই আমরা গ্রেফতার করছি। তার পরিবারের লোকদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হচ্ছে।

সর্বশেষ - রাজনীতি