আব্দুস শুকুর, শ্রীমঙ্গল: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৌর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায় কমিটির সদস্য মো. মহসিন মিয়া মধুর নেতৃত্বে শহরের রেলওয়ে স্টেশনের সামনে থেকে শুরু হওয়া র্যালিটি স্টেশন রোড, কলেজ রোড, গুহ রোড, ভানুগাছ রোড প্রদক্ষিণ করে পেট্রোল পাম্প এলাকায় গিয়ে শেষ হয়।
এসময় র্যালিতে হাজার হাজার নারী-পুরুষ নেতাকর্মীদের অংশগ্রহণ করতে দেখা গেছে। পরে বিভিন্ন স্লোগান দিয়ে দিয়ে নেতাকর্মীরা স্টেশন রোডের পেট্রোল পাম্প এলাকায় পথসভায় যুক্ত হন সবাই।
পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায় কমিটির সদস্য মো. মহসিন মিয়া মধু। বিশেষ অতিথির বক্তব্য দেন, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী, পৌর বিএনপির আহ্বায়ক সাবেক পৌর কাউন্সিলর মীর এম এ সালাম প্রমুখ।
এছাড়া এসময় উপস্থিত ছিলেন বিএনপি, যুবদল, মহিলা দল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।