বৃহস্পতিবার , ৮ আগস্ট ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চট্টগ্রাম
  6. চাকরি
  7. চায়ের জনপদ
  8. জাতীয়
  9. টেক
  10. ঢাকা
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বরিশাল

ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারে ১৭ জন

প্রতিবেদক
admin
আগস্ট ৮, ২০২৪ ২:৩৭ অপরাহ্ণ

নিউজ ডেস্ক: শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সদস্য সংখ্যা ১৭ জন।

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৯টায় বঙ্গভবনে তারা শপথ নেবেন। শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান উপদেষ্টা হিসেবে থাকছেন ড. মুহাম্মদ ইউনূস। উপদেষ্টা সদস্য হিসেবে থাকছেন, সালেহ উদ্দিন আহমেদ, ড. আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রিজওয়ানা হাসান, মো. নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, সুপ্রদিপ চাকমা, ফরিদা আখতার, বিধান রঞ্জন রায়, আ.ফ.ম খালিদ হাসান, নুরজাহান বেগম, শারমিন মুরশিদ ও ফারুক-ই-আজম।

শপথ গ্রহণের জন্য বৃহস্পতিবার সন্ধ্যার পরে একটি বিএমডব্লিউ গাড়ি প্রধান উপদেষ্টাকে আনতে সচিবালয় থেকে বেরিয়ে যায়। এরপর একে একে উপদেষ্টাদের জন্য রাখা গাড়িগুলো বের হচ্ছে। সন্ধ্যা ৬টার পর থেকে সচিবালায়ের মন্ত্রিপরিষদ বিভাগের সামনে থেকে গাড়িগুলো বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে।

এর আগে, গত সোমবার (৫ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। পরে বিমান বাহিনীর একটি বিমানে করে তিনি দেশত্যাগ করে ভারতে আশ্রয় নেন।

প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের মাধ্যমে দেশে একটি সরকারবিহীন অবস্থার সৃষ্টি হয়। এই অবস্থার অবসান ঘটাতে তিন দিন ধরে রাষ্ট্রপতি, সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্ট নাগরিকদের সঙ্গে আলোচনা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা। পরে সর্ব সম্মতিক্রমে ড. মোহম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এসময় ড. মোহম্মদ ইউনূস ফ্রান্সের প্যারিসে অবস্থান করায় তার দেশে ফিরে আসার ওপর নির্ভর করে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৮টায় শপথ গ্রহণের সময় নির্ধারণের কথা জানায় সেনাপ্রধান ওয়াকার উজ জামান। নোবেলজয়ী এই অর্থনীতিবিদ আজ দুপুর ২টা ১০ মিনিটে ফ্রান্সের প্যারিস থেকে ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছান।

উল্লেখ্য, প্রায় ৩৬ দিন ধরা চলা কোটা সংস্কারের এই আন্দোলনে দেশব্যাপী ৫ শতাধিক মানুষ এখন পর্যন্ত নিহত হয়েছেন। আহতের সঠিক হিসাব জানা না গেলেও ৫ হাজারেরও অধিক হবে বলছে গণমাধ্যম।

সর্বশেষ - রাজনীতি