নিউজ ডেস্ক: অন্ধত্ব থেকে বাঁচাতে ও শিশু মৃত্যুহার কমানোর লক্ষ্যে নবীগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. আব্দুস সামাদ শনিবার (১জুন) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এর উদ্বোধন করেন।
ক্যাম্পেইনের অংশ হিসেবে নবীগঞ্জ উপজেলার ৫০ হাজার ৪ শত শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়। যা লক্ষমাত্রার ৯৯.৪০%। এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশু ৬ হাজার ২ শত ৭১ জন এবং ৫০ হাজার ৪ শত ৬২ জন। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও স্টাফগণ উপস্থিত ছিলেন।
ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুর অন্ধত্ব প্রতিরোধ করে, দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করে ও সবধরনের মৃত্যুর হার ২৪ শতাংশ হ্রাস করে। এ ছাড়া হাম, ডায়রিয়া এবং নিউমোনিয়ার কারণে মৃত্যু উল্লেখযোগ্য হারে হ্রাস করে।